বুধহাটা প্রতিনিধি : দেশব্যাপী আওয়ামী লীগ সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সরকার বিরোধী অপতৎপরতা ও দেশ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশাশিনি উপজেলার বুধহাটা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বুধহাটা করিম মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুল্যার মোড় ও বুধহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করিম মার্কেটে গিয়ে পথ সভায় মিলিত হয়।
বুধহাটা ইউনিয়ন যুবদলের অহবায়ক মনিরুল ইসলামের সভাপতিতে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহ্বায় হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছোট্টু, আব্দুর রহিম ছোট, সরদার রুহুল আমিন, স ম আখতারুজ্জামান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সুজন হোসেন। বুধহাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা রফিকুজ্জামান বকুল, কুল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাসুম বিল্লাহ, ইউসুফ আলী, জামির হোসেন,সিরাজুল ইসলাম প্রমূখ।