বিলাল হোসেন : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর উপর গত ১০ই নভেম্বর স্কুল চলাকালীন সময়ে আর্তকিত হামলা হয়। এর প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার শাখার আয়োজনে ১২ ই নভেম্বর সোমবার বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠানত হয়।
সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির শ্যামনগর উপজেলার সভাপতি অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মধ্য মোঃ আব্দুল করিম, আজারুল ইসলাম গাজী নজরুল ইসলাম, নাজমুল হুসাইন, সহকারী শিক্ষকদের মধ্যেই রনজিৎ মনজুর হোসাইন, সুমিত বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তরা প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার শাস্তির দাবীর বিষয়টির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রীতি গত (১০ নভেম্বর) রবিবার ছাত্রদলের নেতৃত্বে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর উপরে হামলা করে। হামলাকারীদের মধ্যে দ্রুত আইনের আওতায় আনার জন্য এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।