শাহ জাহান আলী মিটন : মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৩৭ বীর ক্যাম্প কমান্ডার লেঃ সাকিব,অতিঃ পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, ডিডিএলজি মাসরুবা ফেরদৌস, অতিঃ জেলা প্রশাসক রিপন বিশ্বাস, শেখ মইনুল ইসলাম মঈন জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ নুরুল হুদা, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, এন ডিসি পলাশ আহমেদ, র্যাব ৬ এর কমান্ডার মোঃ রিয়াদ হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, জনসাস্থ্য প্রকৌশলীর নির্বাহী অফিসার শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রভাষক আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, গনপূর্ত নির্বাহী প্রকৌশলী কওসার মোঃ আব্দুল ওয়াহিদ, জেলা খাদ্য অফিসার রিয়াদ কামাল রনি, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম মাহবুবুর রহমান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অতিরিক্ত উপ পরিচালক মোঃ জামাল উদ্দিন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণারায়, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন, টি আই সাহাবুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।