নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজনের জেলা কমিটির অন্যতম সদস্য ও কলারোয়া উপজেলা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর এর সভাপতিত্বে এবং সুজনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড এবিএম সেলিমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোঃ আবুল কালাম বাবলা।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি এস এম মহিদার রহমান, সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, কলারোয়া পৌর কমিটির সভাপতি এ্যাড কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আশরাফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কালিগজ্ঞ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ নাজিরুল ইসলাম, এ্যাড সেলিনা আক্তার শেলী, এ্যাড সাইফুল ইসলাম সাইফ, এ্যাড মিজানুর রহমান বাপ্পি, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, প্রচার সম্পাদক মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক আবীর হোসেন লিয়ন, সমাজকর্মী শেখ ফারুক হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম, আসাদুজ্জামান লিটন, ডাঃ অহিদুজ্জামান, মোঃ জাকির হোসেন, জি এম ইসলাম উদ্দীন। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন। আলোচনা শেষে সুজনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।