নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শিশু অধিকার নিশ্চতকরণে ওস্তাদ এবং কমিউনিটি লোকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা সরকারি কলেজ মোড়স্থ বিসিএস কনফিডেন্স সেন্টারে প্রকল্প নির্ধারিত ওস্তাদের নিয়ে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা সিসিডিবি’র বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর ও সাংবাদিক আসাদুজ্জামান সরদার। এতে মোবাইল সার্ভিসিং, ওয়েল্ডিং ওয়ার্কশপ, রেফ্রিজারেশন, টেইলারিং ও বিউটিশিয়ান উস্তাদগণ অংশ উপস্থিত ছিলেন।