পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট জাল ও চাইনা জাল জব্দ করে সহকারী কমিশনার (ভূমি) তালা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল আমিন।
পাটকেলঘাটা বাজারে “অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল বিক্রি হচ্ছে” এমন খবরের গোপন সংবাদ পেয়ে তালা উপজেলা মৎস্য কর্মকর্তা তারিখ ইমাম ও সহকারী কমিশনার (ভূমি ) আব্দুল্লাহ আল আমিন পাটকেলঘাটা থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণ কারেন্ট ও চায়না জাল জব্দ করে।
পাটকেলঘাটা উত্তর বাজার কাপড় পট্টির সততা জাল ভান্ডার ও বেনামি জাল বিক্রির দোকান হইতে এই অবৈধ জালগুলো জব্দ করে। এ সময় দোকান মালিকরা পালিয়ে গেলেও পাটকেলঘাটা থানার যোগিপুকুরিয়া গ্রামের মৃত বরকতুল্লাহর ছেলে নজরুল নামের এক কর্মচারী গ্রেফতার হয়।