রবিউল ইসলাম, ফিংড়ী প্রতিনিধি : সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথার সামাদের মোড়ে ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে ইউপি সদস্য মোঃ আরশাদ আলীর সভাপতিত্বে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: আবুবক্কার সিদ্দিক, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা নুরুজ্জামান খান বিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান সম্বল, যুগ্ম আহবায়ক শামীম রেজা, যুগ্ম আহবায়ক মাস্টার সেলিম রেজা, ইউপি সদস্য মোঃ ইউসুফ সরদার, আবু সালেক, আব্দুর রউফ, মফিজুল ইসলামসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর।