শেখ মনিরুজ্জামান : “পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে, শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, শনিবার (১৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামান।
ফুলকুঁড়ি আসর এর সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম খান, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, খুলনা মহানগর ফুলকুঁড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, তালা সরকারী ব্রজেন দে সরকারী বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আবিদ হাসান, অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায়, নয় ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মোঃ রাসেল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি সাতক্ষীরা জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।