সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে পানিয়া চারদলীয় অর্ধ লক্ষ টাকার ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৮, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলা আয়োজনের মাধ্যমে সমাজকে আদর্শ ও সোনালী সমাজ গড়তে হবে। সুস্থ সাংস্কৃতিক পরিবেশনে সকলের ভূমিকা অপরিহার্য তারই ধারাবাহিকতায়। কালিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল চারদলীয় অর্ধলক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ঐতিহ্যবাহী পানিয়া জনকল্যাণ সমিতির ফুটবল মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহফুজা খাতুন (খুকু), জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, শেখ নুরুজ্জামান, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিক্ষক হানটু ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় টাইব্রেকারের মাধ্যমে শ্যামনগর ফুটবল একাডেমি ৩-২ গোলে কালিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করেছে।

প্রথমার্ধে ও দ্বিতীয় আর্ধ খেলা গোলশূন্য থাকলে টাইব্রেকারের মাধ্যমে শ্যামনগর ফুটবল একাডেমি কালিগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করেন শ্যামনগর ফুটবল একাডেমির আকরামুজামান (লিটন), সেরা গোলকিপারের পুরস্কার গ্রহণ করেন আমির হোসেন (জিকো)। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আব্রাহাম লিংকন, হুমায়ুন কবীর, শাওন, অর্জুন, আব্দুল্লাহ, রায়হানসহ পানিয়া জনকল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ। এদিন মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।খেলাটির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মুর্শিদ এলাহি বাবু ও সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, আতাউর রহমান ও মমিনুর রহমান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর