এ. কে. সুরুজ মুন্সিগঞ্জ প্রতিনিধি : ‘গণমাধ্যমের উপকূলের নারীদের বেদনার কথা আনন্দের কথা সহসা উঠে আসে না। আপনারা নারীদের পানি সংগ্রহের যুদ্ধ কতটা ঝুঁকির কতটা কষ্টের তা কি গণমাধ্যমে খুব একটা উঠে আসতে দেখেছেন? নারীরা ক্যাটারিং চালাচ্ছে উপকূলে নগরেও কি এমনটা দেখা যায়? যায় না। কিন্তু উপকূলের নারীরা কতটা সফল সেসব খবর সহজে মিডিয়ায় স্থান পায় না।
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা বলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর সুন্দরবন নারী ক্যাটারিংয়ের দলনেত্রী রেখা সরদার। সিসিডিবি’র আয়োজনে গণমাধ্যম ব্যাক্তিত্বদের সাথে অনুষ্ঠিত মিডিয়া ওয়ার্কসপে এসব কথা উল্লেখ করেন তিনি। মিডিয়া ওয়ার্কসপে সভাপতিত্ব করেন সিসিডিবি কর্মসূচী কর্মকর্তা সিসিডিবি’র কর্মসূচী কর্মকর্তা নিলীমা রাণী।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কর্মশালা সমন্বয় করেন জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। আলোচনা করেন, শ্যামনগর প্রেসক্লাবের নেতা সাংবাদিক এস এম কামরুজ্জামান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এস এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, সাংবাদিক আবু সাঈদ, তৌহিদ আহমেদ বুলবুল, বিল্লাল হোসেন, এস এম সাহেব আলী, জি এম নজরুল, মো: এনামুল কবির। দিনব্যাপী অনুষ্ঠিত মিডিয়া ওয়ার্কসপে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উন্নয়নকর্মী ইউরিদা আফরিন, মেহেরুন ফেরদৌস, মাসুম বিল্লাহ প্রমুখ। কর্মশালায় মোবাইলের ভিডিও ডকুমেন্টেশন নির্মাণ কলাকৌশল পদ্ধতি আলোচনা করা হয়। সম্পর্ক উন্নয়নে মিডিয়া কিভাবে ভূমিকা রাখবে তা নিয়ে আলোচনা করা হয়। বিশজন উপকূলীয় নারী ও সাংবাদিকরা কর্মশালায় তাদের জীবন ও কর্ম অভিজ্ঞতার কথা তুলে ধরেন।