বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে : ইফতেখার আলী

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২০, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণসমাবেশ করেছে কালিগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার সোহরাওয়ার্দী পার্কে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশটিতে সদস্য সচিব ডা: শেখ শফিকুল ইসলাম বাবু ও উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সমন্বয়ক মো: হাবিবুর রহমান হাবিব।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, সদস্য সচিব ও সদর সাবেক পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, জেলা তাঁতি দলের আহবায়ক শাহারিয়ার রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন জেলা ওলামা দলের সভাপতি প্রভাষক খায়রুজ্জামান রঞ্জু উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা প্রভাষক আব্দুল ওয়াহাব প্রমুখ।

এছাড়া কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং তার অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিসহ জনসাধারণে পরিপূর্ণ হয় সভাস্থল। সমাবেশটিতে বক্তারা বলেন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

এ জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছানো। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো সহ মানবাধিকার বাস্তবায়ন এবং গত দেড় দশক যাবত সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সাম্য মানবিক ও উন্নত রাষ্ট্রে পরিনত করা সম্ভব। তারা জনগণকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাওয়ার দৃড় অঙ্গীকারন ব্যক্ত করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার ইছামতির তীরে অরক্ষিত শহিদ কাজলের কবর

কালিগঞ্জে তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড

শহরকে পরিস্কার রাখতে ড্রিম সাতক্ষীরা গ্রুপের প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ ও স্থাপন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অবহিতকরণ সভা

দেবহাটা রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে অসহায় দুঃস্থদেরকে শীতবস্ত্র বিতরণ

তেঁতুলিয়ায় কৃষক, শ্রমিক, দিনমজুরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নাশকতা ঠেকাতে কালিগঞ্জে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল

পাইকগাছায় “বিশুদ্ধ পানিই, প্রাণ ও প্রকৃতি” শীর্ষক মতবিনিময় সভা

নূর হোসেন দেবহাটার শ্রেষ্ঠ আনসার কমান্ডার নির্বাচিত