শেখ মনিরুল ইসলাম : পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ৪নং নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় মোঃ মোখলেসুর রহমান (লাল্টু)’র শিশুকন্যা মারিয়া আক্তার ১৮মাস পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর বুধবার সকাল ৮টার দিকে শিশু মারিয়া উঠানে খেলা করছিলো। পরিবারের অজান্তে শিশু মারিয়া পাশের পুকুরে পানিতে পড়ে যায়। পরে শিশুটির মা তাকে খোঁজ করতে থাকে। বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানের খোঁজা-খুজির এক পর্যায়ে পাশের পুকুরে শিশু মারিয়াকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। এরই মধ্যে শিশু মারিয়ার মৃত্যু হয়। পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ছে ওই এলাকায় শোকেরছায়া নেমে আসে।