নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে। সাতক্ষীরা সদর উপজেলার মধ্যে ডি.বি ইউনাইটেড হাইস্কুলটি স্মার্ট বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রশিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ এ সুনাম ধরে রাখতে হবে। সকলের প্রচেষ্টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ভালো ফলাফলসহ সামগ্রিক দিক দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার সরকার, আকলিমা খাতুন ও সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু প্রমূখ। এ সময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।