মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১শে নভেম্বর ) সকালে শ্যামনগর উপজেলার হায়বাতপুর মোড় সংলগ্নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) শ্যামনগরের অয়োজনে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা সিপিপি সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। উপজেলা সিপিপি লিডার মোঃ মাকছুদুর রহমান মুকুল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের সিপিপর টিম লিডার সহ সকল সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য উপজেলার ১২টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। প্রথম দিন উপজেলার ৪টি ইউনিয়নের স্বেচ্ছাসেবদের মধ্যে রেইন কোর্ট, গামবুট, হেলমেট, লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেডিও, উদ্ধার ব্যাগ, প্রাথমিক চিকিৎসার ফাস্ট এইড ব্যাগ, মেগাফোন ও হ্যান্ড সাইরেন বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হবে।