কালিগঞ্জ প্রতিনিধি : বর্ষা মৌসুমে অথবা একটু বৃষ্টি হতে না হতেই উপজেলা পরিষদসহ পার্শ্ববর্তী এলাকা পানিতে ডুবে একাকার হয়ে যায়। যে কারণে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়তো। দীর্ঘদিন চরম ভোগান্তির পরে জনদুর্ভোগ আর জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে উপজেলা পরিষদের ভিতরের চারিপাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২৪) সকাল১০টায় কালিগঞ্জ উপজেলা (টঞগওউচ) প্রকল্পের পানি নিষ্কাশনের ড্রেনের শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, ঠিকাদার শেখ সাদেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাতক্ষীরার সকাল পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ফজলুল হক প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এসময়ে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাবে কালিগঞ্জ উপজেলা পরিষদের অভ্যন্তরের যে কোয়াটার গুলো রয়েছে এবং পরিষদের যে মাঠ রয়েছে তা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার নিমজ্জিত ছিল।
সেটি আমরা (টঞগওউচ) এই প্রকল্পের আওতায় একটি ড্রেনের সিস্টেমের বরাদ্ধ পেয়েছিলাম উপজেলা পরিষদের উন্নতি করার জন্য। সেটি উপজেলা পরিষদ অভ্যন্তরে ৮’শ ৮০ মিটার ড্রেন পানি সরবরাহের ঢালাইকৃত পাকা ড্রেন তৈরি হচ্ছে। আশা করছি যদি সুষ্ঠুভাবে এই ড্রেনের কাজটি সম্পন্ন করতে পারি তাহলে এই উপজেলার অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসন করতে সক্ষম হব। যার নির্মান কাজে খরচ চুক্তি মূল্য ৯৮৬৩৯২৩ টাকা।