শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ব্রহ্মরাজপুর ডিবি স্কুল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২২, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

শামীম রেজা : বর্তমান প্রজন্মের উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে-ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে। ২২শে নভেম্বর (শুক্রবার) বিকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মো: দিদারুল ইসলাম খোকা ও শহিদুল ইসলামের আয়োজনে ধুলিহর-ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি শেখ রশিদের সভাপতিত্বে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদ্য নির্বাচিত সাধারণ-সম্পাদক শেখ বাদশা ফয়সাল, সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম, ক্যাশিয়ার মো: শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক, এম এ কাজল, বিশিষ্ট ব্যাবসায়ী মো: মোকলেছুর রহমান, মোঃ রানাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক। অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জূয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন।

এরপর কয়রা থেকে আসা বিজয়ী ঘোড়ার স্বত্বাধিকারীদের হাতে পুরস্কার প্রদান করেন। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১৪টি ঘোড়া অংশ গ্রহণ করে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করায় উপচে পড়া ভীড় পড়ে যায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন-মো: আব্দুল্লাহ আল মামুন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর