শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মোঃ নিজাম উদ্দীন মোল্যা’র নেতৃত্বে সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে বৃহস্পতিবার (২১ নভেম্বর ‘২৪) বিকালে এসআই (নিঃ) পিন্টু লাল দাস, এএসআই (নিঃ)৪২ বিএম তৌহিদুজ্জামান, এএসআই (নিঃ) মোল্লা শফিকুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ” জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গায় মোঃ রফিকুল ইসলামের বাড়ীর সামনে কাশেমপুর টু বালিয়াডাঙ্গা গামী পাকা রাস্তার উপর” হতে তালা উপজেলার মাগুরা বাগপাড়া গ্রামের মোঃ আইজ উদ্দিন গাজীর ছেলে মোঃ আজাদ লিটন গাজী (৩২), এর নিকট থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ)/৪১ এর একটি নিয়মিত মামলা রুজু হয়। (মামলা নং- ৩২)। এছাড়াও শুক্রবার (২২ নভেম্বর ‘২৪) তারিখে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।