ইয়াসিন আরাফাত বুধহাটা প্রতিনিধি : আশাশুনির ঐতিহ্যবাহী বুধহাটা বাজারে ইন্ডাস্টিয়ালিস্টিস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবু হাসানকে সভাপতি এবং আখতারুজ্জামানকে সেক্রেটারী করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধহাটা বায়তুল মামুর জামে মসজিদের ২য় তলায় শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় গঠিত কমিটিতে আমিনুর রহমান, ইয়াছিন আরাফাত ড্যানিশ ও আব্দুল্লাহ মামুনকে সহ-সভাপতি, মাজহারুল ইসলাম ও সামাদুল ইসলামকে সহকারী সেক্রেটারী, ফারুক হোসেনকে কোষাধ্যক্ষ, সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আল মামুন অফিস সম্পাদক, সাদ্দাম হোসেন প্রচার সম্পাদক, কিবরিয়া হোসেন সমাজ কল্যাণ সম্পাদক, মইনুর ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং জাহিদুল ইসলাম, আবুজার গিফারী, আব্দুল গফুর, আব্দুল্লাহ আল মামুন, কামাল হোসেনকে কার্যকরী সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।