রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি সাত্তার, সম্পাদক আককাছ

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২৪, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

পাইকগাছা প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির দ্বিতল ভবনের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১টি পদের মধ্যে ৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদক সহ বিএনপি জামায়াত প্যানেলের প্রার্থীরা নিরুঙ্কুশ জয়লাভ করে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো (অপরাজিত) সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. জিএম আব্দুস সাত্তার। তিনি জেলা বিএনপির সদস্য। নিকটতম কমিউনিস্ট পার্টির সভাপতি প্রশান্ত কুমার মন্ডল (১৬) এবং স্বতন্ত্র এফএমএ রাজ্জাক পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে বিএনপির প্রশান্ত কুমার ঘোষ (৩৭) ও জামায়াতের মোঃ আব্দুল মজিদ গাজী (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র কামরুল ইসলাম (৩৩) এবং বিএনপি জিএম আমজাদ (১৬) ভোট পেয়েছেন। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম আককাস আলি। তিনি জামায়াত পন্থী। নিকটতম স্বতন্ত্র অজিৎ কুমার সরকার পেয়েছেন (৩২) ভোট। ৩৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ একরামুল হক বিশ্বাস (বিএনপি), নিকটতম স্বতন্ত্র সমরেশ চন্দ্র মন্ডল পেয়েছেন (২৭) ভোট।

৩৭ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্চয় কুমার মন্ডল, নিকটতম কাজী সাইফুল ইসলাম পেয়েছেন (২৭) ভোট। ৩৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় কৃষ্ণ মন্ডল, নিকটতম আব্দুল মালেক পেয়েছেন (৩০) ভোট। এর আগে ৪ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশনা শারমিন আঁখি, ৩ জন সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম, রেহেনা পারভিন ও ভব রঞ্জন বৈদ্য। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাড. কিশোরী মোহন মন্ডল, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, মোঃ বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা।

নির্বাচনী ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কিশোরী মোহন মন্ডল সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণ করেন সহকারী জজ মোঃ কামরুজ্জামান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত