রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সুশীলনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হয়েছেন ম্যানেজার আজিজ

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২৪, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি : বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে এবছরের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা-২০২৪ (নারী ও পুরুষ) ঘোষনা করা হয়। এবছরের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা-২০২৪ (পুরুষ) নির্বাচিত হয়েছেন সুশীলনের কক্সবাজার রেজিলিয়েন্স প্রোগ্রাম এ্যাক্টিভিটি-৬ এএ এন্ড সিএস প্রকল্পের ডি আর আর ম্যানেজার মোঃ আজিজুর রহমান। আজিজুর রহমান ২০০৫ সালে সুশীলনে এপিকালচার প্রকল্পে সুপারভাইজার পদে যোগদান করেন।

সেই থেকে তিনি সুশীলনের বিভিন্ন প্রকল্পে সততা, নিষ্ঠা ও একাগ্রোতার সাথে কাজ করেন আসছেন। জানা যায়, আজিজুর রহমান বিগত সময়েও সংস্থার উন্নয়নে এবং প্রকল্পের কাজের জন্য বিভিন্ন সময়ে পুরুস্কৃত হয়েছেন। সংস্থা ও প্রকল্পে অসামান্য অবদানের জন্য সুশীলন প্রতি বছর শ্রেষ্ঠ কর্মী (পুরুষ) সম্মাননা ঘোষনা করেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও সুশীলন (অনলাইন প্লাট ফর্ম জুমে) প্রধান কার্যালয় সহ দেশের সকল জেলা ও আঞ্চলিক কার্যালয়ে র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও ডকুমেন্টারি, পোষ্টার প্রেজেন্টেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সুশীলনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন এবং শ্রেষ্ঠ কর্মী সম্মাননা ঘোষণা করেন। আজিজুর রহমান সুশীলনের শ্রেষ্ঠ কর্মী-২০২৪ নির্বাচিত হয়ে তার সম্মাননা সহকর্মী সহ সকল শুভাকাঙ্খীদেরকে উৎসর্গ করেন।

আজিজুর রহমানের এই অসামান্য অবদানে সহকর্মী, শুভাকাঙ্খী সহ সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত। অন্যদিকে আজিজুর রহমানের মত একজন দ্বায়িত্বশীল ও নির্ভরযোগ্য কর্মী পেয়ে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সুশীলনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, উপকুল বন্ধু মোস্তফা নুরুজ্জামান। জানা যায়, আগামী ১৬ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে সুশীলনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হবে।

 

সর্বশেষ - সাতক্ষীরা সদর