ইয়াছিন আরাফাত, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়ার স্লুইচ গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম।
মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় ও জামায়াত নেতা আব্দুস সালামের নেতৃত্বে পলি খনন কাজ শুরু করা হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, বেতনা নদী খননকাজ চলমান থাকায় গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন করা সম্ভব হয়নি। ফলে অতি বৃষ্টির পানি জলবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যায় খাল বিল রাস্তাঘাট সহ বুধহাটার বিক্তীর্ণ এলাকা। অতিবৃষ্টির বদ্ধ পানি দূষিত হয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছিলো শিশু থেকে শুরু করে মধ্য বয়সী মানুষ।
এ সকল বিষয় জানতে পেরে পানি নিষ্কাশনের তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে সরেজমিন গমন করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম। স্লুইচ গেটের সামনের পলি অপসারণ কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দোলন খাতুন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্লুইস গেটের বলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে জামায়াত নেতা এড. শহিদুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।