সকাল ডেস্ক : দেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ২৭ নভেম্বর বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সাতক্ষীরা সদর, শ্যামনগর, কালিগঞ্জ এবং আশাশুনি উপজেলার ইস্কন মন্দিরের প্রধানগণ, চারটি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, হিন্দু-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য ফ্রন্ট, গোয়েন্দা বাহিনীগণের প্রতিনিধি, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা জামায়াতে ইসলামি’র নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলেই দেশের সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে আলোচনায় অংশ নেন। ইস্কন মন্দিরের প্রধানগণ আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইস্কন একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনের সদস্যরা সহিংসতায় বিশ্বাসী নয় বলে তাঁরা জানান। তাঁরা সাতক্ষীরা সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে বলেন, সাতক্ষীরা জেলা আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা।
এখানে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই। আমরা অতীতে যেভাবে মিলে মিশে ছিলাম, বর্তমানেও একইভাবে থাকতে চাই। ছাত্র প্রতিনিধি জানায়, শান্তিপূর্ণ সভা-সমাবেশে তারা সাধুবাদ জানায়। জেলা বিএনপির আহবায়ক, হিন্দু মুসলিম সৌহার্দ্যপূর্ন পরিবেশ বজায় রাখতে উপস্থিত সকলকে অনুরোধ করেন এবং এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার দল সর্বাত্মক চেষ্টা করবে বলে জানান।
জেলা জামায়েতি ইসলামের আমির দেশের বাইরের ইন্ধন/উস্কানিতে কাউকে সাড়া না দিতে সকল ধর্মাবলম্বীদের অনুরোধ করেন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান। যেকোনো সমাবেশে বিতর্কিত কেউ যেন উপস্থিত না থাকে এবং উস্কানিমূলক বক্তব্য না দেয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। ইসকন নেতৃবৃন্দ জানান, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাঁরা এই মুহূর্তে কোন সভাসমাবেশ করবেনা। সভার শেষে উপস্থিত সকলে সাতক্ষীরা জেলার হিন্দু-মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টান সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বসবাসের প্রতিশ্রুতি ব্যক্ত করেন!