শেখ মনিরুজ্জামান : পাটকেলঘাটা বাজারের ভাই ভাই বেকারীতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। তার বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের নমুনা পাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করা হয়। ২৭ নভেম্বর বুধবার বেলা ২ টার সময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা আব্দুল মান্নান ও নাজির কাম ক্যাশিয়ার খান মোহাম্মদ নুরুল আমিন। মোবাইল কোর্টের পেশকার শেখ মেহেদী হাসান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাটকেলঘাটা বাজারের সততা অয়েল মিলস পরিদর্শন করেন ও কালীবাড়ি পানির প্লান্ট ও আল মদিনা বেকারী পরিদর্শন করেন। তাদেরকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন না করার জন্য সতর্ক ও পরামর্শ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আগামীতে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।