শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে সিসিডিবি’র উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহনশীল জাতের ও কম পানির ফসল গম, সরিষার বীজ ও জৈবসার বিতরণ এবং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় বেসরকারি সংগঠন সিসিডিবি এর পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে মুন্সিগঞ্জ প্রকল্প অফিস প্রশিক্ষণ কক্ষে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বনবিবিতলা গ্রামের ১৩ টি কৃষক পরিবারের মাঝে গম ও সরিষার বীজ, ৪০ কেজি জৈব সার, ১০ কেজি জিপসাম সার বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও পণ্য প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সিসিডিবি’র কঙ্কণ বৈরাগী, জগদীশ সরদার, দিল আফরোজ প্রমুখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা গম ও সরিষার বীজ বপন ও চাষাবাদ সক্রান্ত বিভিন্ন কৌশল এবং প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় অত্র এলাকার কৃষকদের চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন কৃষি পরামর্শ প্রদান করেন।