আশাশুনি ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরায়আগমন উপলক্ষে কুল্যায় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুল্যা ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার বিকালে কুল্যা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক র্যালী প্রদক্ষিণ করে।
র্যালী শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুল্যা ইউনিয়ন শাখার আমীর মাওঃ ইউসুফ আলী, সেক্রেটারি ফয়সাল আহমেদ, নায়েবে আমীর মেহেদী হাসান ও ইছহাক আলী, নুরুজ্জামান, মাস্টার একলেসুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন সহ ছাত্র শিবির ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।