তাসকিন আহমেদ শাওন, কুলিয়া প্রতিনিধি : কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ নভেম্বর সকাল ১১টায় কুলিয়া মৎস্য সেড অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাব এর সভাপতি ডা: অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় সভায় সাংগঠনিক বক্তব্য রাখেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাব এর উপদেষ্টা সাংবাদিক আবু হুরাইরা ও সাংবাদিক রুহুল আমিন।
আরও বক্তব্যে রাখেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সহ-সভাপতি ডা: আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবীর হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, সদস্য তাসকিন আহমেদ শাওন, বজলুর রহমান,মহিউদ্দিন আহমেদ লাল্টু ও আক্তার হোসেন। সভায় কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।