কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর২৪ )সকাল ১০টায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক র্যালি বাইর হয়।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার শহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার এএসআই শাহাদাত হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাফর সিদদীক,ফজর আলী প্রমূখ। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি সাংবাদিক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।