আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যায় পুলিশ পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করার পায়তারায় মেতেছে একটি মহল। এতে করে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার সচেতন মহল। স্থানীয় সূত্রে ও সরেজমিন ঘুরে জানাগেছে, কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে প্রহ্লাদ রায় বাংলাদেশ পুলিশের এস আই পদে অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি ও তার পরিবার কখনো কোনদিন, কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুল্যা গ্রামের বিএনপি নেতা ইদ্রিস সহ একাধিক বাসিন্দা এ প্রতিবেদককে বলেন, কুল্যা গ্রামের একটি চিহ্নিত মহল ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে কুল্যার মোড়ে একটি মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য প্রদানকারী জামায়াত নেতা মেহেদী হাসান বলেন, আমি মানববন্ধনে দাওয়াত পেলেছিলাম।
লোক মুখে এস আই প্রহ্লাদ এর বিরুদ্ধে অনেক কথা শুনেছি, তবে নিজে কখনও দেখিনি বা পাইনি। বিএনপি নেতা এনামুল হক বলেন, বিরোধিতাকারীরা সন্দেহের বসে এস আই প্রহ্লাদ রায়-কে অভিযুক্ত করছে। তিনি আদেও এ এসকল বিষয়ে কিছুই জানেন না। এদিকে বুধবার সকালে এস আই প্রহ্লাদ রায় এর গ্রামের বাড়ীতে কিছু দুষ্কৃতিকারীরা গিয়ে বলেন, তাদের দাবী না মানলে মিথ্যা মামলা দিয়ে এস আই প্রহ্লাদ রায়-কে চাকরীচ্যুত করা হবে। এমনই অভিযোগ করেন এস আই প্রহ্লাদ রায়। পুলিশ পরিবারের বিরুদ্ধে এহেন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।