কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (৩রা ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামের নুর ইসলামের ছেলে বাকপ্রতিবন্ধী হাসানুর কে “হুইল চেয়ার” বিতরন করা হয়েছে। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সাতক্ষীরা আলোচিত দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রফেসর আবু তালেব মোল্লা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ও সংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।