অহিদুজ্জামান খান : নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে বাইটস প্রজেক্টের আওতায় দেশব্যাপী চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জানুয়ারি ২০২৪ থেকে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটে শুরু হয়েছে ডিজিটাল মার্কেটিং ভিত্তিক কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম।
বেকার সমস্যার সমাধান ও দক্ষজনবল তৈরীর লক্ষ্য নিয়ে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটে শুরু হয়েছে ৩ মাস ব্যাপী ডিজিটাল মার্কেটিং ভিত্তিক কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। ইতিমধ্যে ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। তারই অংশ হিসেবে ৩রা ডিসেম্বর নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের ৭ম এবং ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি তারেকুজ্জামান খান এবং উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: মোমিনুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন কো-অর্ডিনেটর মো: রেজোয়ান হাসান খান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান, সহকারি রেজিস্ট্রার মোঃ আসিফুল ইসলাম।
ওরিয়েন্টেশন কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ কামাল হোসেন। এসময় প্রোগ্রামে অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন পারমিতা রায় (অফিসার, স্কল অ্যান্ড ট্রেনিং ইমপ্লিমেন্টেশন, বাইটস প্রজেক্ট)।
ওরিয়েন্টেশন কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক প্রকৌশলী মদিনা জাহান, প্রশিক্ষক পলাশ মন্ডল, প্রশিক্ষক ফাহাদ হোসেন, প্রশিক্ষক জিয়াউর রহমান এবং প্রশিক্ষক সাহিবা রুবায়েত। বক্তারা প্রশিক্ষনার্থীদের জন্য তাদের কাজের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন হওয়া এবং তাদের দক্ষতা নৈতিকভাবে এবং দায়িত্বের সাথে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশিক্ষণ কার্যক্রমকে খুবই সমেয়াপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন।