নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দুই দিনব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বহী অফিসার শোয়াইব আহমাদ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএফ এম আবু তাহের, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, পল্লী উন্নয়ন অফিসার মো: আবু বেল্লাল হোসেন প্রমুখ।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা থেকে আগত ১১৬জন স্বাস্থ্য কর্মীদের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুষ্টিগুণ সমৃদ্ধ শাক সবজি উপহার দেওয়া হয়।