এ কে সুরুজ মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ টু সাতক্ষীরা যানজট নিরসনে চালু করা গেটলক সার্ভিসটি নিয়ম মেনেই চলেছে আন্তঃজেলা বাস। ফলে বাস টার্মিনালকেন্দ্রিক যানজট কিছুটা নিরসন হয়েছে। ভিন্ন রূপ এসেছে বাস চলাচলে। যত্রতত্র যাত্রী উঠানামার বিপরীতে নিয়ম মেনেই নির্দিষ্ট স্থানে থামছে বাস। মুন্সিগঞ্জ টু সাতক্ষীরা মেইনরোড এর ভেতরে অবস্থানরত বাস পয়েন্টগুলোর ট্রাফিক ব্যবস্থায় ফিরেছে শৃঙ্খলা।
তবে শৃঙ্খলা ফিরলেও এই নিয়মে চলাচলে কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন লোকাল বাস পরিবহন শ্রমিকরা। তাদের মতে, মুন্সিগঞ্জ টু কালিগঞ্জ বাস পয়েন্টের মধ্যবর্তী স্থানে অবস্থানরত যাত্রী পরিবহন করে যে বাড়তি আয়ের সুবিধা পেতেন সেটা থেকে বঞ্চিত হচ্ছেন গেটলক সার্ভিসটি চালু হওয়াতে তারা।
এদিকে মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা সাতক্ষীরা টু মুন্সীগঞ্জ গেটলক সার্ভিস চালু হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যটকসহ লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হতে মুক্তি পেয়েছে। গেটলক সার্ভিসটি চালু হওয়ার আগে মুন্সিগঞ্জ থেকে মানুষকে প্রতিদিন দুইবার বাস পরিবর্তন করে জেলা শহরে প্রবেশ করতে হতো, এতে পথেই দিন কেটে যেত মানুষের। মোঃ ইউনুস আলী, সাহাদাত হোসেন, ইমরান হোসেন সোহাগ, আবু রায়হান, সাদ্দাম হোসেন, মোখলেসুর রহমান, প্রমুখ যাত্রীদের বক্তব্যে জানা যায় সবস্তর এর মানুষ জনপ্রিয় এই সার্ভিসটি চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে, যাত্রীরা নতুন এই নিয়মে শৃঙ্খলা ফেরার কারণে স্বস্তি প্রকাশ করলেও কতদিন গেটলক সার্ভিসটি কার্যকর থাকবে সেটা নিয়ে শঙ্কা ও মন্তব্য প্রকাশ করছে।