শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ৬, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ০৫ ডিসেম্বর সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এর আওয়াতায় পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, বৈকারী, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ী নামক স্থান হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৬/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।

হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন সুলতানপুর ইটের ভাটা নামক স্থান হতে ০১ বোতল ভারতীয় এলএসডি (খঝউ-১০০সষ), ০১ বোতল (১০০সষ) ভারতীয় ইনজেকশন ড্রাগ এবং ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। এ

ছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৮৪,০০০ টাকা মূল্যের বাংলাদেশী রশুন আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতানী নামক স্থান হতে ২,৪০,০০০ টাকা মূল্যের বাংলাদেশী বন্যপ্রানী (মুখপোড়া হনুমান) আটক করে। কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী এবং গেড়াখালী নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ১,১৬,৫৫,০০০/- (এক কোটি ষোল লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় পলাতক দুই আসামী গ্রেফতার

বালিথায় পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিজয় দিবস উপলক্ষে আনুলিয়ায় আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলা বর্ষবরণ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার প্রস্তুতি সভা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করতে সাতক্ষীরায় তাঁতীদলের প্রস্তুতি সভা

জন্মাষ্টমী ও দুর্গাপূজা উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল জব্দ

আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

তালতলা নূরাণীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলমারী উপহার দিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান

সাতক্ষীরায় তিনশত বছরের ঐতিহ্য গুড়পুকুরের মেলা শুরু