নিজস্ব প্রতিনিধি : শুক্রবার শহরের ঐত্যিহ্যবাহী কামালনগর জামে মসজিদে জুম্মার নামাজ আদায়কালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত মুসল্লীরে উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল ধর্মের মানুষের বসবাস। সংখ্যালঘু বলে আলাদা কোন সম্প্রদায় আছে বলে আমার জানা নেই। আমরা সবাই বাংলাদেশী। এটাই আমাদের সাংবিধানিক পরিচয়।
তাই আগামীতে যদি আমি সাতক্ষীরায় থাকি পূজার সময় মন্দিরে কোন পুলিশ, বিজিবি, আনসার বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হবে না। জেলা প্রশাসক বলেন, এদেশে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।
এসময় তিনি মসজিদের খতিব মুফতি ইয়াছিন আলম খান কে কোরআন এর কিছু আয়াতের তর্জমা করে মুসুল্লীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে মুসলমান হিসিবে পরিচয় দিলে তাকে অবশ্যই সৎ থাকতে হবে। আপনারা সবাই ধৌর্য সহকারে বসবাস করবেন। প্রত্যেকেই সৎ থাকার চেষ্টা করবেন। আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে দেশ কে ভালোবাসবেন। কামালনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা’র আমন্ত্রণে জেলা প্রশাসক কামালনগর জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মসুল্লীদের উদ্দেশ্যে উপরক্ত কথাগুলি বলেন।