খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় আজিজ কমপ্লেক্সে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তা’আলা উপজেলার ১২টি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি দের নিয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ ই ডিসেম্বর শনিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে এই কর্মী সমাবেশ বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া এক আসনের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
তিনি ১২টি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিদের কাছে সংগঠনের অবস্থানের কথা জিজ্ঞাস করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। কোন ইউনিয়নে কি অবস্থা সে সম্পর্কে খোঁজখবর নেন। মিয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির বিষয় দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার বক্তব্যে বলেন কোন সাধারণ মানুষ তাদের সংগঠনের কার্যক্রমে যেন কষ্ট না পায়। আগামীতে বিএমপি যেভাবে চললে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সে সম্পর্কে নেতাকর্মীদের পরামর্শ দেন।
উক্ত কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মিনাল কান্তি রায়,সিনিয়র সহ-সভাপতি খান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ন-আবায়ক আনিসুর জামান আনিস, স্বেচ্ছা সেবক দলের আবহাওয়া রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, হারুনা রশিদ কলেজের ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনি, পাটকেলঘাটার থানা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজ প্রমুখ।