সকাল ডেস্ক : দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু’র ছোট চাচা কামালনগর নিবাসী কামরুজ্জামান আজাদ(৬৫) ইন্তেকাল করেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
কামরুজ্জামান আজাদ দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হলে শহরের সিবি হসপিটালে ভর্তি করা হয়। গতকাল সোমবার তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় তিনি মারাযান। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রখেযান। আজ মঙ্গলবার সকাল ৯টার সময় কামালনগর ঈদগাহ ময়দানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।