বুধহাটা প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ব্যবসায়ীদের সাথে আই বি ডব্লিউ ক্লাস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইবি ডাব্লু এর বুধহাটা ইউনিয়ন শাখার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী আশাশুনি উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মোরতাজা, উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এড. শহিদুল ইসলাম, ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, নায়েবে আমির আব্দুস সালাম, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম। প্রোগ্রামে ব্যবসায়ীদের ব্যক্তি এবং পারিবারিক জীবন এবং হালাল-হারাম, ইসলামে ব্যবসায়ীদের নির্দেশনা বলি এবং আল্লাহর পথে অর্থ ব্যয়, দ্বীন প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের ভূমিকা বিষয়ের উপর আলোচনা করা হয়।