নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মা ও শিশুদের পুষ্টি বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বেসরকারি সংস্থা সিসিডিবির বাস্তবায়নে নেদারল্যান্ডভিত্তিক দাতাসংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকিসি সভায় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরহাদ জামিল, মেডিকেল অফিসার ডাঃ রোকেয়া আক্তার, ডাঃ মেরিনা ইসলাম, মেডিকেল টেকনোলজি শেখ মহিবুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাবরক্ষণ কর্মকর্তা রিচার্ড অধিকারী, মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাস, রিপন বাডুই প্রমুখ।