দেবহাটা প্রতিনিধি : যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্যকে নিয়ে দেবহাটায় মা ও শিশু সহায়তা কর্মসূচিতে, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর উপর ২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১০ ও ১১ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএএইচ মঈনুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আসমা বিনতে খায়ের, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। এছাড়া সঞ্চালক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।