অহিদুজ্জামান দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শগ্রাম ঘোষণা করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, আদর্শগ্রাম হতে হলে সেই গ্রামটি সর্বদিক দিয়ে শতভাগ সাফল্য থাকতে হবে।
৫ নং ওয়ার্ড মাঝ পারুলিয়ার সেটি দেখা যাচ্ছে, এখানে অন্যান্য ওয়ার্ডের চেয়ে শিক্ষা ক্ষেত্রে, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান, সেনাবাহিনী, চাকুরী জীবি ক্ষেত্রে, বীরমুক্তিযোদ্ধার সংখ্যা-২২জন, তার মধ্যে সাবেক জাতীয় সংসদ বীরমুক্তিযোদ্ধা মুনছুর আহমদ, স্থানীয় সরকার (ইউপি চেয়ারম্যান) পরপর ৭জন হয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াতে ইসলামী নেতা কেন্দ্রীয় সূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ও জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ার্ন্ড ভিষণ বাংলাদেশ দেবহাটা এপি, সুশীলন দেবহাটা এপি,উত্তরণ দেবহাটা এপি,বন্ধু কল্যান ফাউন্ডেশন, তাছাড়া উক্ত ওয়ার্ডে বেকারত্ব লোক কম কারণ এখানে বিভিন্ন কর্মসংস্থান প্রতিষ্ঠান আছে। সেহেতু সর্বদিক বিবেচনা করে মাঝ পারুলিয়া গ্রামটিকে একটি আদর্শগ্রাম ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ঘটিকায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে সন্মানিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব সফিকুল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক ডেপুটি কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, সরকারি কেবিএ কলেজ এর সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অলিউল ইসলাম ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ।