শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরা প্রাণশায়ের খালে পড়ে গেলো এক বৃদ্ধ চালকের ইজিবাইক। ১২ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বড় বাজার পাকাপোলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, ইটাগাছা এলাকার মৃত মফিজুল শানার ছেলে ইজিবাইক চালক মোঃ নজরুল ইসলাম(৬৫) ইজিবাইক ঘুরাতে যেয়ে প্রানসার খালে পড়ে যায়। তাৎক্ষণিক দৈনিক সাতক্ষীরার সকালের পত্রিকার মানবিক সাংবাদিক শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে পথচারী ও ভ্যান ওয়ালাদের নিয়ে ইজিবাইকটি উদ্ধার করা হয়।
পরে বৃদ্ধ নজরুল ইসলাম উদ্ধারকারীদের প্রতি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। তবে ইজিবাইকে ব্যাটারির ভিতরে পানি ঢুকতে পারে বলে আফসোস করেন। ৪টা ব্যাটারীর দাম ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকাবলে জানান। এত টাকা কোথায় পাবেন বলে ও আফসোস করেন নজরুল ইসলাম।