শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১৩, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ বিজিবি সদস্যরা ঘোনা, ঝাউডাঙ্গা এবং হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে বিজিবি।

৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির সদস্যরা সদর থানাধীন মোবারকের মোড় নামক স্থান হতে ৫০০ পিস ভারতীয় ইয়াবা ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানাধীন জুগলী বাড়ি মোড় নামক স্থান হতে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। সর্বমোট ৪ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর