ডেস্ক রিপোর্ট : ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৫ ডিসেম্বর রবিবার শহরের কামালনগর লেক ভিউতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আতিকুজ্জামান সাহেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, সমাজসেবা অফিসের ফাতেমা খাতুন, সাতক্ষীরা কিন্ডার গার্ডেনের আশরাফ রহিম প্রমুখ।