নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহি পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রবিবার সন্ধায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যায়ের হলরুমে প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভায় সর্বম্মতিক্রমে আগামী ২৫ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও স্কুলের সাবেক সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাবেক উপজেলঅ চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন, নব জীবনের পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, শাহাদাৎ হোসেন। এসময় স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় প্রাক্তন শিক্ষাথীর্রা বলেন আগামী ২৫ জানুয়ারী সুবর্ণজয়ন্তী উদযাপন কবরো স্কুলের পুরাতন গৌরব ফিরিয়ে আনবো। সে লক্ষ্যে অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে স্বস্ফুর্ত ভাবে অংশ গ্রহণের জন্য আহবান জানানো হয়। উল্লেখ: ১৫ ডিসেম্বর রবিবার থেকে সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।