পাটকেলঘাটা প্রতিনিধি : ৪০০শ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ই ডিসেম্বর রবিবার সাতক্ষীরা জেলার তালা উপজেলা ৭ নম্বর ইসলামকাটি ইউনিয়নের নাংলা মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামকাটি ইউনিয়ন শাখার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তালা কলারোয়া (সাতক্ষীরা ১) আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ মোঃ ইজ্জতুল্লাহ।
সংগঠনটির উপজেলা শাখার আমির আলহাজ্ব মাহমুদুল হক এর সভাপতিত্বে উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ঢাকা উত্তরা থানা যুব জামায়াতের সভাপতি এই এলাকার কৃতি সন্তান ডক্টর তৈবুর রহমান, ০৭ নম্বর ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ সংগঠনের স্থানীয় সকল নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন গত ১৫ বছরের ভিতরে আমরা এক জায়গায় হতে পারিনি আপনাদের সুখ দুঃখের খবর নিতে পারেনি।
এই কম্বল এভাবে দেওয়া উচিত নয়।আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া উচিত।আরো বলেন আগামীতে যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনতে পারলে আপনারা নিরাপদে দিনযাপন করতে পারবেন। আপনাদের পাশে আমরা সব সময় থাকতে চাই আগামীতে নেতা নির্বাচন করার ক্ষেত্রে আপনাদের বিবেক বুদ্ধি এবং মেধা কে কাজে লাগিয়ে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন এটাই আমাদের প্রত্যাশা।আপনারা তালার মানুষ খুবই অসহায় এবং দুরবস্থায় আছেন। আগামীতে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন বলে মনে করি। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের পাশে আছে এবং থাকবে।