খান আতাউর রহমান লিটন, পাটকেলঘাটা প্রতিনিধি : জাতীয় ইমাম সমিতি পাটকেলঘাটা শাখার উদ্যোগে বৈষম্য ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ হাসানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইন চার্জ (ওসি ) মোঃ মঈন উদ্দিন, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম, পাটকেলঘাটা থানা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এস এম রেজাউল করিম, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, তালা কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ডঃ তৈয়েবুর রহমান, ডাক্তার আফতাব উদ্দিন, অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
তালা উপজেলার ৫টি ইউনিয়নের মোট ১১৫ জন বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। সম্মানিত ইমামরা যদি আন্তরিকতার সাথে তাদের আলোচনায়,কুরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেন, তাহলে আস্তে আস্তে সমাজের উন্নয়ন সম্ভব। ঘুনে ধরা এই সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, করতে ইমামদের বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান।