শহর প্রতিনিধি : সাতক্ষীরা শহরে ১ নং ওয়ার্ড উত্তর কাটিয়ার বসতবাড়ির বিভিন্ন স্থাপনা ভাংচুরের অভিযোগ উঠেছে।ভুক্তভোগ গ্রাম ডাক্তার রুহুল আমিন বলেন, আমার পৈত্রিক ভিটায় বাড়ির সংস্কারের কাজ করতে গেলে গত রবিবার সকাল ৮টার দিকে হঠাৎ করে মিলন ও তার ছোট ভাই খালিদ সহ অপরিচিত একজন মিলে আমাদের বাড়িতে অতর্কিত হামলা করে। রাস্তার পাশের গাছগুলো কেটে দেয় এবং সংস্কারের জন্য কিনে আনা মালগুলো ভেঙ্গে ফেলে।
এই হামলার উদ্দেশ্য জানতে চাইলে প্রাণনাশের হুমকি দেয়, তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিলে সাতক্ষীরা কাঠিয়া ফাঁড়ি থেকে ঘটনা স্থলে পুলিশ এসে ক্ষয়ক্ষতির মূল্য প্রদান করতে বলেন। রুহুল আমিন বলেন, আমি ২০০৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত সৌদি প্রবাসে ছিলাম। আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তিনি প্রশাসনের কাছে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচার দাবি করেন, এই বিষয়ে সাতক্ষীরা থানা পুলিশকে জানালে অফিসার এ বিষয়ে আমলে নেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয় সত্যতা জানতে চাইলে মিলনের ছোট ভাই খালিদ বলেন, আমাদের সাথে ডাক্তারের সঙ্গে তেমন কোন সমস্যা নেই। তবে তারা পৌরসভা অনুমোদিত যাতায়াতের পথে গাছ লাগিয়েছে তাই কেটে দিছি।