ইয়াসিন আরাফাত, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ এর আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত বুধহাটা হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টসে জিতে ছয় ওভারের খেলায় প্রথমেই বুধহাটা ইউনিয়ন মাঠে নেমে ৭৪ রান করতে সক্ষম হয়।
পরে শোভনালী ইউনিয়ন ব্যাটে নেমে ৬৬ রান করতে সক্ষম হয়। উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান, সহকারী সেক্রেটারি, সাতক্ষীরা জজকোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা যুব বিভাগ সভাপতি ডাঃ রোকোনুজ্জামান, অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস প্রমুখ।
টুর্নামেন্টে বুধহাটা যুব বিভাগ সেক্রেটারি মোহছেন শরীফ এর নেতৃত্বে বুধহাটা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া সালমান হোসেন এর নেতৃত্বে শোভনালী ইউনিয়ন রানার্সআপ হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।