লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : “প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে সুন্দরবন রক্ষায় পলিথিন, প্লাস্টিক বর্জনসহ শিক্ষণ ও অভিজ্ঞতা বিষয়ক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় আশাশুনি অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তর এনজিও’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। রূপান্তর এনজিও’র জেলা কোডিনেটর গোলাম কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, এনজিও সমন্বয়করী সুশান্ত মল্লিক সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জন বিষয়ক স্কুল কলেজ ক্যাম্পেইন, বাজার ক্যাম্পেইন, উঠান বৈঠক করে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়।