আলম হোসেন, কলারোয়া ব্যুরো : ২২ ডিসেম্বর ২০২৪ (রবিবার) সকালে সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সামনে, কলারোয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনি’র সভাপতিত্বে ও কলারোয়া ওলামা পরিষদ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান এর সঞ্চালনায় গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং ঢাকার টঙ্গী ইজতেমা মাঠে গভীর রাতে তাবলীগের সাথীগণ হামলায় নিহত ও আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি ইমরান হুসাইন, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা ইসমাইল, মাওলানা ওমর ফারুক সহ আরো অনেকেই। এ সময় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং কলারোয়া উপজেলা সহ সারা দেশে কোন মসজিদে তাঁরা যাতে তাদের কার্যক্রম করতে না পারে। মানববন্ধনে নিহতদের আত্মার শান্তি চেয়ে ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন মাওলানা ওসমান গনি।